Skip to main content

পড়








পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন











بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ





সূরা ‘আলাক্ব (রক্তপিন্ড)

সূরা ৯৬, আয়াত ১৯, শব্দ ৭২, বর্ণ ২৮১।

[এই সূরার প্রথম পাঁচটি আয়াত হেরা গুহায় নাযিল হওয়ার মাধ্যমে নুযূলে কুরআনের শুভ সূচনা হয়]



بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ



পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।




(১) পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।     اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ


(২) সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিন্ড হ’তে।       خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ


(৩) পড়। আর তোমার পালনকর্তা বড়ই দয়ালু।       اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ



(৪) যিনি কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন।    الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ



(৫) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না।    عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ


(৬) কখনোই না! নিশ্চয়ই মানুষ অবশ্যই সীমালংঘন করে। 
كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَى



(৭) একারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।          أَنْ رَآهُ اسْتَغْنَى



(৮) অবশ্যই তোমার প্রতিপালকের নিকটেই প্রত্যাবর্তনস্থল।     
إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى



(৯) তুমি কি দেখেছ ঐ ব্যক্তিকে যে নিষেধ করে,        أَرَأَيْتَ الَّذِي يَنْهَى



(১০) এক বান্দাকে যখন সে ছালাত আদায় করে?       عَبْدًا إِذَا صَلَّى



(১১) তুমি কি দেখেছ যদি সে সৎপথে থাকে,       أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَى



(১২) অথবা আল্লাহভীতির নির্দেশ দেয়,       أَوْ أَمَرَ بِالتَّقْوَى



(১৩) তুমি কি দেখেছ যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়,      
أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّى



(১৪) সে কি জানে না যে, আল্লাহ তার সব কিছুই দেখেন?      أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى



(১৫) কখনোই না। যদি সে বিরত না হয়, তাহ’লে অবশ্যই আমরা তার মাথার সামনের কেশগুচ্ছ ধরে সজোরে টান দেব।    كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ



(১৬) ঐ মিথ্যাবাদী পাপিষ্ঠের কেশগুচ্ছ ধরে।        نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ



(১৭) অতএব, ডাকুক সে তার পারিষদবর্গকে।       فَلْيَدْعُ نَادِيَهُ



(১৮) আমরাও অচিরে ডাকবো আযাবের ফেরেশতাদেরকে।       سَنَدْعُ الزَّبَانِيَةَ



(১৯) কখনোই না। তুমি তার কথা মানবে না। তুমি সিজদা কর এবং আল্লাহর নৈকট্য তালাশ কর।  كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ





Comments